কাউকে করো না দায়ী কারোর বিরুদ্ধ তুমি কোরো না নালিশ কখনোই, কোন কিছুকেই দায়ী কোরো না কখনো; কারণ জীবনে তুমি যা চেয়েছ তা-ই তুমি করেছ মূলত। মেনে নাও নির্মানের অন্তরায় আর নিজেকে শোধরানোর শুরুর সাহস। ভুলের ভস্ম থেকে উঠে আসে প্রকৃত মানুষের সফলতা। কখনো কোরো না দায়ী নিয়তি ও একাকিত্বকে মোকাবেলা করো সব সাহসের সঙ্গে। যেকোনভাবেই হোক-এ তোমারই কাজের ফসল, তুলে ধরো নিয়ত জয়ের লক্ষণ। নিজের ব্যার্থতায় তিক্ত হোয়ো না আর অন্যের কাঁধে তাকে দিয়ো না চাপিয়ে, এই বেলা মেনে নাও কিংবা শিশুর মতো